বিএনপির আরও এক নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানাধীন ২নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা মাস্টারকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মাস্টারকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর গাজীপুরে শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে দলটি থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মশিউর রহমান এবং শ্রীপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ গণি মৈশাল।
মন্তব্য করুন