আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণেই লোডশেডিং: আমির খসরু

আরটিভি নিউজ

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ , ১২:২৬ এএম


আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণেই লোডশেডিং: আমির খসরু
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই দেশের মানুষকে লোডশেডিংসহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। কার্যকর পদক্ষেপ নিতে তাদের কিছু সময় দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান এই বিএনপি নেতা। 

বিজ্ঞাপন

অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই। উল্টো নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ বিষয়গুলোতে নজর রাখার পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নূর।

ভিপি নুর ও রাশেদ খানের নেতৃত্বে গণঅধিকার পরিষদের ১২ সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। 

এর আগে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাটের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বিএনপি। প্রতিনিধি দলে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ৪ জন সংগঠক ছিলেন। অন্যদিকে উভয় বৈঠকে আমির খসরুর সাথে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission