• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের ঢল

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫২
ফাইল ছবি

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আয়োজিত সভায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন বৃষ্টি উপক্ষো করেই ঢাকার বিভিন্ন স্থান থেকে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী দলে দলে শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন। এসময় নেতাকর্মীদের হাতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের ছবিযুক্ত ব্যানার দেখা যায়। তবে নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করা হয়।

জানা যায়, সমাবেশে বিগত ১৪-১৫ বছরে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে এই সমাবেশটি হবে। এই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, কবিতা পাঠের অনুষ্ঠান থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতের মধ্যেই যেসব জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস
অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু
বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া