• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

সরকারকে দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার আহ্বান ফখরুলের

আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০২
ফখরুল
সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয়। বুঝতে হবে পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়েছে।

সংস্কার চাপিয়ে দেওয়া নয় দাবি করে তিনি আরও বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন। এ বিষয়ে সবার কাছ থেকে মতামত আশা উচিত।

তবে নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, রাঙ্গামাটি-খাগড়াছড়ির ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, এই সরকারকে অস্থিতিশীল করার জন্যই এমন ঘটনা। সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকারের উচিত রাজনেতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করা। ছাত্র রাজনীতি বন্ধ করা মোটেই ভালো সিদ্ধান্ত হবে না। মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। এই সরকার বেশি সময় থাকার চেষ্টা করলেও থাকতে পারবে না, তাদের উচিত দ্রুত নির্বাচন দেওয়া।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২
সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের আহ্বান
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা আমাদের আমানত: টুকু