• ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১
logo

হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে: আমিনুল হক

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৭
হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে: আমিনুল হক
ফাইল ছবি

হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী-এমপি এবং আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তা; যাদের নির্দেশে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের রক্ত কখনও বৃথা যাবে না। হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে।

তিনি বলেন, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশে নতুনভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারব।

বিএনপির এই নেতা বলেন, আমরা চাই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান যে যেই ধর্মের থাকুক না কেন, তাদেরকে নিয়ে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।

আমিনুল হক বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার জন্মদিনে নোবিপ্রবিতে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ   
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় খুলনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
শেখ হাসিনার মতো তার ছেলেরও লজ্জা-শরম নেই: প্রিন্স