• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা, বিএনপি নেতা হাবিবকে শোকজ

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১৩:১৬
ছবি: সংগৃহীত

দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে গত ১ অক্টোবর আপনি নিজ এলাকা পাবনা-২ নির্বাচনি আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে দলীয় সিদ্ধান্তকে অগ্রাহ্য করার শামিল।

চিঠিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞার কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ জানিয়ে লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিলো বিএনপির সঙ্গীরা
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল
বিএনপির এক নেতা বহিষ্কার, দুজনকে শোকজ
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা