• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবের হোসেনকে যদি মুক্তিই দেবেন, তাহলে গ্রেপ্তার কেন, প্রশ্ন নুরের

আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ১৯:০০
ফাইল ছবি

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি দাবি করেন, বিদেশিদের চাপে সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি।

এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে নুরুল হক নুর বলেন, স্বৈরাচার সরকারের দোসর সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন, তাহলে গ্রেপ্তার করেছিলেন কেন?

তিনি বলেন, স্বৈরাচারের দোসর গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা আবারও ভিন্নরূপে আবির্ভূত হবে। এ রকম কিছু হলে চলে যাওয়ার পর আপনাদেরও অপমান-অপদস্থ হতে হবে।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, প্রশাসনে জামায়াত-বিএনপিপন্থি কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। সম-অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে।

সেমিনারে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে: ড. ইউনূস
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে
চাঁদপুরে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার