অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা. শফিকুল ইসলাম।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জামায়াত আমির বলেন, বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং সফল হয়েছে। দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে পারি সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অস্ট্রেলিয়ান সরকার আরও কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। একইসঙ্গে স্কিল ডেভলপমেন্টে সহায়তা চাওয়া হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। বিষয়টি তারাও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
এ সময় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ/এসএ
মন্তব্য করুন