• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নতুন বাংলাদেশে আ.লীগ নিষিদ্ধ করতে হবে: নুর

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১৬:৩১
নতুন বাংলাদেশে আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: নুর
ফাইল ছবি

নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরের মাওনা উড়াল সড়কের নিচে এক পথসভায় তিনি এ দাবি জানান।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ভারতসহ বিভিন্ন দেশ প্রচেষ্টা চালাচ্ছে। দেশের ভেতরেও নানা লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি বলেন, শরীরে একবিন্দু রক্ত থাকতে স্বৈরাচার আওয়ামী লীগকে কোনো ঠাঁই দেওয়া হবে না। এর দোসরদের ঠাঁই দেওয়া হবে না। নতুন বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বাংলাদেশে নির্বাচন এবং মুক্তচিন্তা করার অধিকার ছিল না। রাজনীতিকে দুর্বৃত্তায়নে পরিণত করেছিল। আমরা এ অবস্থার পরিত্রাণ ঘটাতে পেরেছি।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ অতীতের মতো ২১ বছর ক্ষমতায় এসে ফের ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করে দেশকে ধ্বংস করেছে। আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

পথসভায় গণঅধিকার পরিষদ গাজীপুরের আহ্বায়ক পাঠান আজহার, পরিষদের নেতা মনির মোল্লা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব 
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা
আ.লীগ নেতার বাড়িতে গোপন বৈঠককালে আটক ৮
ফের মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের