ট্রাইব্যুনালে ১২ মামলা করবে গণঅধিকার পরিষদ
চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সারাদেশে নিজেদের ১২ জন নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক ১২টি মামলা দায়ের করবে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (২২ অক্টোবর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মী নিহত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউরের পরামর্শ অনুযায়ী পৃথক ১২টি মামলা দায়ের করা হবে। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ আনা হবে।
গণঅধিকার পরিষদের এ নেতা আরও বলেন, আমাদের দলের আইনজীবীরা এরই মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছে।
এ সময় গণঅধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
আরটিভি/এসএইচএম/এআর
মন্তব্য করুন