আমাদের লড়াই হবে বৈষম্য দূর করার: সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশে দুটি শক্তি। একটি নারী শক্তি, আরেকটি পুরুষ শক্তি। আমাদের লড়াই হবে অধিকার ফিরিয়ে আনার, বৈষম্য দূর করার।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, তারেক রহমান বলেছেন দেশে নারী ও শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছে, তাদের রক্ষায় একটি কমিটি করেন। তারই ধারাবাহিকতায় আমরা কমিটি করে যেখানে নারী নির্যাতন হয়েছে, সেখানে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, নোয়াখালীর সুবর্ণচরে এক নারী কেন ধানের শীষে ভোট দিয়ে, সে কারণে তাকে ফ্যাসিস্ট সরকারের লোকেরা নির্যাতন করেছে। ছাত্র-জনতার আন্দোলনে দেখেছেন কীভাবে তারা নারী ও শিশুদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে। স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু নারীরা এখনও মুক্ত হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশ যে মূল্যবোধে স্বাধীন হয়েছে, সেই মূল্যবোধ ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা দেশের সব সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে নিজেদের মতো করে আলাদা পৈশাচিক সমাজ ব্যবস্থা কায়েম করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
আরটিভি/আইএম
মন্তব্য করুন