শিবিরের কেন্দ্রীয় সভাপতির মা মারা গেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এক ফেসবুক স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লিখেছেন, মা নেই চিন্তা করতে পারছি না। হৃদয়ে যেন হাহাকার অনুভব করছি।
তিনি আরও লিখেছেন, ‘রাত ২টায়ও কথা বলেছি। আইসিইউতে একা ছিলো বলে বার বারে গিয়ে দেখা করে আসছিলাম। শেষ দেখায় শুধু চোখে পানি দেখছিলাম। কি যেন বলতে চাইছিলো, দুই একটা শব্দ শুধু বুঝেছি।’
সবশেষে শিবির সভাপতি লিখেছেন, ‘আমার মায়ের জন্য দোয়া চাই’।
জানাজা ও দাফন সম্পর্কে জানতে চাইলে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টায় ধানমন্ডিতে কেন্দ্রীয় সভাপতির মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা শেষে মঞ্জুরুল ভাইয়ের মাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।’
আরটিভি/আইএম/এআর
মন্তব্য করুন