• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

নেপাল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমীর খসরু

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ১২:৫৩
নেপাল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমীর খসরু
ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে নেপালের রাষ্ট্রদূত ছাড়াও ডেপুটি রাষ্ট্রদূত ললিতা সিলওয়াল উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিককের বলেন, নেপালে সঙ্গে বাংলাদেশের বহুদিনের সম্পর্ক। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নেপাল থেকে হাইড্রোইলেক্ট্রনিক বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, নেপালের হাইড্রোইলেকট্রিক পাওয়ারের বিশাল সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ লাভবান হতে পারে। গত ১৫ বছরের বিদ্যৎ সেক্টরের কলঙ্কিত অধ্যায়কে দূর করে আঞ্চলিক পুল ব্যবহার করে বা সরাসরি এনে কাজে লাগাতে পারি।

এ ছাড়া বৈঠকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমুন্নত রাখার লক্ষ্যে, সার্ককে শক্তিশালী করে সম্ভাবনাকে কাজে লাগানো, দুই দেশের মধ্যে শিক্ষাব্যবস্থা উন্নয়ন উন্নয়নে একত্রে কাজ করার জন্য বৈঠকে আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকতে হবে। আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বজায় রেখে সম্পর্ক এগোবে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝুট ব্যবসার দখল নিয়ে গজারিয়ায় বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ
বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় জামিন পেলেন মান্নান
হত্যা মামলার আসামি নোয়াখালীর ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
জনগণের প্রত্যাশা পূরণে নতুন ইসি কাজ করবে: আমীর খসরু