জনগণকে ভোটের সুযোগ দিলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: দুদু

আরটিভি নিউজ

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ০৪:৩৮ পিএম


জনগণকে ভোটের সুযোগ দিলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: দুদু
ফাইল ছবি

জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর-ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এজন্য তারা নির্বাচনকে আটকে রাখতে চাই, যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারে।

বিজ্ঞাপন

দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন আগামীকালই দিতে হবে, বিষয়টা তা নয়। আমরা রোডম্যাপের দাবি করেছি। নির্বাচনের সময়টা জানাতে হবে। 

বিএনপির এই নেতা বলেন, জনগণকে ২০ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কে হবে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আবার দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।

দুদু বলেন, পাচারের টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে, আমরা এটিকে সমর্থন জানিয়েছি। কিন্তু উদ্যোগ আর সমর্থন বড় কথা নয়। জনগণের মেহনতের এই টাকা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আনতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার বিশ্বাস, আল্লাহ তায়ালা বিএনপি ও তারেক রহমানকে মেনে নিয়েছেন। তা না হলে, এত বড় পরিবর্তন হতো না। আল্লাহর ইশারায় এত বড় পরিবর্তন হয়েছে। 

বিজ্ঞাপন

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, জিয়ার পরিবারকে যারা ভালোবাসে আগামীতে তাদেরই দিন। সেজন্য ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই ঐক্যই আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে।

আরটিভি/আরএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission