• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আ.লীগ-জাপাকে পুনর্বাসনের চেষ্টা চললে সরকারের বিরুদ্ধেও আন্দোলন: ইয়ামিন মোল্লা 

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ১৭:২৫
আ.লীগ-জাপাকে পুনর্বাসনের চেষ্টা চললে সরকারের বিরুদ্ধেও আন্দোলন: ইয়ামিন মোল্লা 
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) পুনর্বাসনের চেষ্টা চললে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইয়ামিন মোল্লা বলেন, আগামীকাল (শনিবার) জাপার ডাকা সমাবেশ আওয়ামী লীগের রাজনীতি পুনরুত্থানের পরিকল্পনার অংশ, এই অপতৎপরতা বন্ধের জন্যই ছাত্র-জনতা জেগে উঠেছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এসব অপতৎপরতার বিরুদ্ধে কিছুই করতে পারছে না। সরকারকে আওয়ামী লীগ, জাপাসহ তাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে। অবিলম্বে এই রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করতে হবে, যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে৷

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা চললে সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে বলে এ সময় হুঁশিয়ার করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি।

ইয়ামিন মোল্লা বলেন, ডিএমপি কমিশনারসহ সবার প্রতি আহ্বান আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ তাদের দোসরদের যেন রাজনৈতিক সমাবেশের অনুমতি না দেওয়া হয়। আওয়ামী লীগের নেতারা যদি জেলে থাকে, তাদের দোসর জাপার নেতাদেরও জেলে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে আগামীকাল শনিবার বেলা ১১টায় জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
সরকারি ভাতা নিতেন সানি লিওন, ফাঁস হলো আসল রহস্য
নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণ-অভ্যুত্থানের মর্যাদা রাখতে হবে: দুদু
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ