• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে গণতন্ত্র চলতে পারে না: সাকি

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ২০:০৭
অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে গণতন্ত্র চলতে পারে না: সাকি
ফাইল ছবি

অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে কোনো গণতন্ত্র চলতে পারে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (১ নভেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির’ তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট ব্যবস্থা উচ্ছেদ করতে হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কল-কারখানার মালিকরা বেতন দিতে না পারলে সরকারকে মজুরি আদায় করে দিতে হবে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, মানুষ এখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়।

গণসংহতি আন্দোলনের প্রধান এই সমন্বয়কারী বলেন, গণতন্ত্রের জন্য অবশ্যই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সেটি নিশ্চিত করতে হলে আগে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। সেখানে গণতান্ত্রিক শ্রম আইন থাকবে।

কাউন্সিলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নওরিন রশিদ, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারী সংহতি আন্দোলনের সভাপতি শ্যামলী শীলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনীতিসহ সবকিছুতেই তরুণরা নেতৃত্বে আসার প্রস্তুতি নিচ্ছে: নাহিদ
রিজার্ভ বাড়ছে, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি: বাণিজ্য উপদেষ্টা
বাজারে বইতে শুরু করেছে স্বস্তির হাওয়া
গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না: জাহিদ হোসেন