ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের ড্রেন পরিষ্কার কর্মসূচি
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এ অবস্থায় রাজধানীতে ড্রেন পরিষ্কার ও মশা নিধন স্প্রে কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতারা।
শনিবার (২ নভেম্বর) কারওয়ান বাজারে এই কর্মসূচি পালিত হয়। এতে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল নেতৃত্ব দেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ আল নোমান, ফয়সাল আবীর ফিরোজ, আশরাফুল ইসলাম, শরীফুল ইসলাম মুসা, আব্দুর রাজ্জাক রাজু, আরিফুল ইসলাম মহিন, রাশেদ হক রোমান, মাসুদ সরকার মাসুম, বিল্লাল হোসেন, আরিফুল ইসলাম নিলয়, ফারহান আহমেদ রাজন, সালমান আহমেদ, জহির আহমেদ, সফিকুর রহমান, ফিরোজ আলম বাদল, সাব্বির আজাদ, আব্দুলাহ নোমান, সাব্বির হোসেন, তৌসিফ মাহাবুব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা আব্দুল খালেক বিশ্বাস, মোরসালিন হোসেন, আবু রায়হান, রোহান আহমেদ রবিন, বনানী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুর রহমান, সহসভাপতি মো. মনিরুল ইসলাম, সদস্য মো. ফয়সাল গাজী, মো. মারুফ ইসলাম, নাইম বিল্লাহ, মো. ফয়সাল, ভাটারা থানা ছাত্রদল নেতা মো. আল আমিন, উত্তরা পশ্চিম থানা ছাত্রদল নেতা সাইদ লিটুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম
মন্তব্য করুন