• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে’

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ২২:০৫
‘গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে’
ছবি: সংগৃহীত

দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক খাত গার্মেন্টস সেক্টরকে অস্থিশীল করার সব ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

শনিবার (১ নভেম্বর) রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে দলের নিয়মিত মাসিক সভায় তিনি এ কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, জুলাই বিপ্লবে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই। তারা বহুমুখী ষড়যন্ত্রের নীলনকশা এঁকে রেখেছে। গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলাতে চট্টগ্রামে গেরুয়া পতাকা উত্তোলন স্বৈরাচারদের নীল নকশার অংশ।

তিনি আরও বলেন, জঙ্গি সংগঠন ইসকন বহু আগ থেকেই সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য ভিন্ন ধর্মের জনগোষ্ঠী, উপাসনালয় ও স্থাপনায় আক্রমণ করে আসছে। এখনই তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

নগর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, এম হাসমত আলী, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতী নিজামুদ্দীন, শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুহাম্মদ নাজমুল হাসান, মুফতী সিরাজুল ইসলাম, হাফেজ নিজামুদ্দিন, রাকিবুল ইসলাম শরিফুল ইসলাম মুফতি আরমান হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার করতে হবে: রেজাউল করীম
হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ
মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়: ফয়জুল করীম
কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে আমাদের বক্তব্য উপস্থাপিত হয়েছে: ইসলামী আন্দোলন