অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, বিগত সরকার মানুষের মন থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুছে দিতে চেয়েছিল। কিন্ত তারা ব্যর্থ হয়।
তিনি আরও বলেন, এখনও বিভিন্নভাবে একই ষড়যন্ত্র চলছে এবং বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী শুক্রবার (৮ নভেম্বর) র্যালি হবে। এই র্যালি সর্ববৃহৎ র্যালি হবে। এই র্যালি ইতিহাস গড়বে।
এ সময় র্যালি সফল করার আহ্বান জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জেলা, মহানগর সব পর্যায়ে এই র্যালি অনুষ্ঠিত হবে। এতে ৫ আগস্টের শহীদদের স্মরণ করা হবে।
আরটিভি/আইএম/এসএ
মন্তব্য করুন