• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক টিকবে না: ডা. জাহিদ

আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ২২:০১
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান কোনো দলের একক প্রচেষ্টায় হয়নি। সারাদেশের মানুষ এই বিপ্লব করেছে। আজ আমাদের যে গণঐক্য এবং এটা যদি থাকে বা আমরা ধরে রাখতে পারি, বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক তা টিকবে না।

মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘৭ই নভেম্বরের বিপ্লব ও ৫ই আগস্টের গণ-অভ্যুত্থান: জনআকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজ বিভিন্ন সংগঠন দাবি আদায়ে রাস্তায় আন্দোলন করছে। সচিবালয়ে আনসার ঢুকে যাচ্ছে। ছাত্রদের নাম দিয়ে রাস্তা ব্যারিকেড দিচ্ছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনসহ বিভিন্ন স্থানে আন্দোলন করছে। বলছে, অধিকার হরণ হয়েছে, বৈষম্যের শিকার হয়েছেন। এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন তো আপনাদের কোথাও দেখা যায়নি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন লেবাসে, বিভিন্ন নামে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়। সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায়। জনগণের ঐক্যের মাধ্যমে এসব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও আবু জাফর মোহাম্মদ সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: এমরান সালেহ প্রিন্স
মুক্তিযোদ্ধাকে হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু
বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে: মির্জা ফখরুল