• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শেখ হাসিনার পতনে ভারতের হৃদয়ে বড় জ্বালা: রিজভী

আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২৩:৩৯
শেখ হাসিনার পতনে ভারতের হৃদয়ে বড় জ্বালা: রিজভী
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনার পতনে ভারত খুবই অসন্তুষ্ট হয়েছে, তাদের হৃদয়ে বড় জ্বালা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানির সঙ্গে একটি চুক্তি করেছিলেন। তিনি অনেক বকেয়া রেখে গেছেন। সেই বকেয়া কমানোর জন্য বর্তমান সরকার চেষ্টা করছে, অনেক পরিশোধ করেছে, আরও কিছু বাকি আছে।

তিনি বলেন, বকেয়া পরিশোধ করার পরেও উনারা সন্তুষ্ট নন। উনারা হুমকি দিয়েছে বাংলাদেশে টোটালি বিদ্যুৎ বন্ধ করে দেবে। কিন্তু কেন? শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই এজন্য? এজন্যই কি আপনাদের এত রাগ? এত ক্ষোভ?

ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনাদের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব, গণতন্ত্র হত্যাকারীদের সম্পর্ক। আপনাদের সঙ্গে তো বাংলার জনগণের সম্পর্ক নেই। শেখ হাসিনা নেই বলে আপনাদের হৃদয়ে ভয়ংকর জ্বালা।

রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নয়, শেখ হাসিনার সম্পর্ক। তার একজন মন্ত্রী বলেছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক, তাহলে কত গভীর এই সম্পর্ক? এখানে জনগণ কোনো ম্যাটার নয়।

তিনি বলেন, যারা বাংলাদেশকে কব্জা করতে, স্বাধীনতাকে নিয়ে ছিনিমিনি খেলতে, ভাষা-সংস্কৃতির ওপর আক্রমণ করতে চায়, তাদের মরে রাখা উচিত এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আবরার, মুগ্ধ, আবু সাঈদদের যুগ যুগ ধরে জন্ম হয়েছে। আপনারা এই দেশের ওপর প্রভুত্ব কায়েম করবেন, কখনই পারবেন না।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন রাঙালো অস্ট্রেলিয়া
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী