• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

শোভাযাত্রা শেষে আবর্জনা পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ২১:৩৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। শোভাযাত্রা শেষে রাজপথে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও বিএনপি সমর্থিত রিকশা-শ্রমিক দলের নেতাকর্মীরা।

এদিন বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। শুধু ঢাকা মহানগরীই নয়, আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন শোভাযাত্রায়।

আরটিভি/এসএপি/এআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে’
‘ভারতীয় আধিপত্যের হাত থেকে জনগণকে রক্ষার জন্যই বিএনপির জন্ম’
স্কুলছাত্রকে যৌন নির্যাতন: সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার
মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয়ে লেখা ‘জয় বাংলা’