শোকজের জবাব দিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন
চাঁদা আদায়, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলাসহ বিভিন্ন অভিযোগে দল থেকে করা শোকজের জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত জবাব দেন তিনি।
লিখিত জবাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘গত ৫ নভেম্বর ইস্যুকৃত আপনার শোকজ হোয়াটস অ্যাপের মাধ্যমে আমি পেয়েছি। বিদেশে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও উত্তর দিয়ে বাধিত করছি। কথিত আবেদনকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত নোটিশে আমি, আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা ব্যথিত।’
তিনি বলেন, ‘অভিযোগে উল্লিখিত বিষয়াদি আমি ও আমার পরিবারকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার একটি হীন অপকৌশল বলে মনে করি। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমি বিগত ১৭ বছর আওয়ামী রোষানলের পরও দলের হাল ছাড়িনি। সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে দলের সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি। আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে মামলা-হামলার শিকার ও শহিদ নেতাকর্মীদের দাফন-কাফন সম্পন্নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের পাশে ছিলাম।’
তিনি বলেন, ‘সর্বজনস্বীকৃত যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জিয়া পরিবারের পরে আমার পরিবারই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। এরপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হৃদয়ে ধারণ করে আছি। পতিত স্বৈরাচার এবং তার দোসররা আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানোকে তাদের শেষ অস্ত্র মনে করছি। আমি আপনার মাধ্যমে দলের সব নেতাকর্মীকে আহ্বান করব- যেন এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সদা সচেতন এবং ঐক্যবদ্ধ থাকে।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) হেয়প্রতিপন্ন কিংবা প্রশ্নবিদ্ধ করা কিংবা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। কে বা কারা নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দলের হাইকমান্ডকে আমি কিংবা আমার পরিবারের বিষয়ে ভুল তথ্য প্রদান করেছে। আমি সম্পূর্ণভাবে জাতীয়তাবাদী দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল।’
বিএনপির করা শোকজে বলা হয়, ১ কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের রাউজানের ব্যবসায়ী মো. ফোরকানকে সন্ত্রাসীদের দ্বারা নির্মম শারীরিক নির্যাতন করেছেন।
বিষয়টি সরাসরি অস্বীকার করে ব্যবসায়ী মো. ফোরকান বলেন, ‘তিনি (গিয়াস উদ্দিন কাদের চৌধুরী) নিজে আমার নিকট কোন চাঁদা দাবি করেন নাই। যারা চাঁদা দাবি করেছে এবং নির্যাতন করেছে সুনির্দিষ্টভাবে তাদের ৩ জনের নাম ও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধ আমি রাউজান থানায় মামলা (মামলা নং ১২(১০)২০২৪) দায়ের করেছি। যা তদন্তাধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জাতীয় পর্যায়ের নেতা হওয়ায় তাকে এ ঘটনার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে জড়িত করা হয়েছে। আমি প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলাসহ নানা অভিযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে শোকজ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দিয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
আরটিভি/এসএপি/এআর
মন্তব্য করুন