• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৮:৩৮
আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুতে হবে: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার হাসিনা গত ১৬ বছরে তার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ চাপিয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দ্বিতীয়বার দেশ গড়ার সুযোগ হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে সবাই লড়াই করেছেন। নিজের অধিকার রক্ষায় দেশের মানুষ বারবার রুখে দাঁড়িয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, হাসিনার সময় অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তবে, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যে সুযোগ আমরা পেয়েছি, সেখানে অবশ্যই বাংলাদেশকে তার নিজস্ব সত্তার ওপর ভিত্তি করে দাঁড়াতে হবে।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের সব ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়া হবে। ইনশাআল্লাহ, আমরা সে যুদ্ধে জয়ী হব।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে: তারেক রহমান
নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না: বিএনপি
পাচার টাকা ফেরত চাই, ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ