• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বাংলার জমিনে স্বৈরাচার হাসিনার ঠাঁই নেই: রফিকুল ইসলাম মাদানি

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৫:৪৯
বাংলার জমিনে স্বৈরাচার হাসিনার ঠাঁই নাই: রফিকুল ইসলাম মাদানি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার মতো স্বৈরাচারের ঠাঁই নেই বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়াত মঞ্চ থেকে ঘোষণা করেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১০ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়াতে উপস্থিত হন ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত এ ইসলামি বক্তা।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ছাত্রদের উদ্দেশে বলছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই ভাই। বাংলার জমিনে, হযরত শাহজালালের জমিনে ফ্যাসিবাদের ঠাঁই নেই। স্বৈরাচার হাসিনার ঠাঁই নেই।

এরপর দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রফিকুল ইসলাম মাদানী বলেন, কোনোভাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না। এই দেশটাকে বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ থাকব।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে বুড়োদের প্রতি আর কোনো আশা রাখা যায় না। এটি মনে রাখতে হবে, এখন যুবকদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এখন যুবক বয়স যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমি বলেছি, এই প্রধানমন্ত্রী যার কোনো ভিত্তি নেই তাকে আমরা মানি না। সেজন্য আমাকে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আল্লাহর ফায়সালায় আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে আলোচিত এ ইসলামি বক্তা বলেন, আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আনন্দের মধ্যে ছ্যালছালাইয়া ক্ষমতায় আসেননি। কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে কোনো নমনীয়তা চলবে না। আমরা যেমন উপদেষ্টা বানাতে পারি, তেমনি উপদেষ্টা ফেলতেও পারি। আমরা আপনাদের ক্ষমতা এনেছি যেন আপনারা বিপ্লবের ভাষা বোঝেন। আমাদের পালস বুঝেন। আমাদের পালস ভারতবিরোধী। আপনাদের সেটি বুঝতে হবে।

এর আগে গতকাল রাত ৮টার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১২টায় শুরু হয় কর্মসূচি।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ ডিসেম্বর)
এক বছরে আয়ের রেকর্ড বিমানের
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন পাকিস্তানি যুবক
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত