• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ-শহীদুল

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ২৩:৪০
ছবি: সংগৃহীত

স্থগিত হওয়া দলীয় পদ ফিরে পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। গত ২১ আগস্ট একসঙ্গে পৃথক দুটি চিঠি দিয়ে এই দুই নেতার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।

রোববার (১০ নভেম্বর) রাতে একসঙ্গে দুটি পৃথক চিঠিতে দুজনের স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে শামা ওবায়েদ ও শহীদুল ইসলামকে দেওয়া দুটি পৃথক চিঠি থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়। দুটি পৃথক চিঠি হলেও পদ ফিরিয়ে দেওয়া এবং কঠোরভাবে সতর্ক করার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অভিন্ন।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই দুটি চিঠিতে বলা হয়, নির্দেশক্রমে আপনাদের সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে কার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নাম ওই দুটি চিঠিতে উল্লেখ করা হয়নি।

চিঠিতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলার সংঘাত ও বিশৃঙ্খখলা সৃষ্টির জন্য আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

চিঠিতে ওই দুই নেতাকে সতর্ক করে বলা হয়, তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।

স্থগিতাদেশ প্রত্যাহার পত্রের শেষে এসে রুহুল করিব রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল প্রত্যাশা করে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট কৃষক দল নেতা শহীদুল ইসলাম মোটর শোভাযাত্রা নিয়ে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমার মোড় হয়ে ফরিদপুর শহরে এসে পৃথক তিনটি সমাবেশ করতে চেয়েছিলেন। তবে নগরকান্দা সদরে শামা ওবায়েদের সমর্থকরা শহীদুল ইাসলামের সমর্থকদের ওপর হামলা করে সমাবেশস্থল নিজেদের দখলে নিয়ে নেন। এ হামলায় কবির ভুইয়া (৫০) নামে শহীদুল ইসলামের এক সমর্থক নিহত হন এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হন। পরে শহীদুল ইসলাম নগরকান্দা উপজেলা সদরে না গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ সভা করেন।

ওইদিনই রুহুল কবির রিজভী দুটি পৃথক চিঠিতে শামা ওবায়েদ ও শহীদুল ইসলামের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করেন। দীর্ঘ ৭৯ দিন পর আজ ওই দুই নেতা দলীয় পদ ফিরে পেলেন।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিলো বিএনপির সঙ্গীরা
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল