• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

 বিএনপি সবসময় জনগণের পাশে থাকে: সালেহ প্রিন্স

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৮:২৮

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার বা বিরোধী দল- যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি জনকল্যাণে কাজ করে। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন প্রদানকালে এসব কথা বলেন তিনি।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৪ পরিবারের মধ্যে তারেক রহমানের প্রদত্ত ঢেউটিন প্রদান করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, গতানুগতিক রাজনীতির বাহিরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। বিএনপি নেতাকর্মীরা নিজেরাও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পানিবন্দি শিশু, নারী, পুরুষ উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাসহ তাদের খাদ্যের ব্যবস্থা ও পরিচালনা করেছে। জীবনের ঝুকি নিয়ে বুক সমান পানি মাড়িয়ে নেতাকর্মীরা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা করেছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত ত্রাণ নয়, কৃষি, গৃহ পুনর্বাসন ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজও তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করছে।

তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু জনগণের দুঃখ দুর্দশার সময়ে সরকার যদি হবে তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে অবহেলিত হালুয়াঘাট-ধোবাউড়াকে আলোকিত জনপদে পরিণত করা হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ঢেউটিন প্রদানের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির ও আরও অনেকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান
বিএনপি বন্ধু চায়, প্রভু নয়: মির্জা ফখরুল
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে
বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না: মির্জা ফখরুল