• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

এক ইঞ্চি মাটিও বিদেশি অপশক্তিকে দেওয়া হবে না: ড. মাসুদ

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ২৩:১৫
ড. শফিকুল ইসলাম মাসুদ
ছবি: সংগৃহীত

সোনার বাংলা গড়তে গিয়ে আওয়ামী লীগ দেশকে চোরের খনিতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বরগুনা ফোরামের প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত সরকার মানুষের কল্যাণে কাজ করলে হেলিকপ্টারে পালিয়ে যেতে হতো না। কোনো এক আধিপত্যবাদের জন্য কাজ করেছেন বলেই তার দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।

তিনি বলেন, আমরা বিদেশে বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। ভারতের কথিত গণমাধ্যমে চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করাকে ধিক্কার জানান শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কোনো বিদেশি অপশক্তিকে দেওয়া হবে না।

পরে পর্যটন এলাকা কুয়াকাটাকে ঘিরে অর্থনৈতিক অঞ্চল গড়ার আহ্বান জানান শফিকুল ইসলাম মাসুদ।

বরগুনা ফোরামের সভাপতি ডা. সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি বলেন, পুরো বরিশাল অঞ্চল আজ অবহেলিত। পীর আওলিয়াদের এলাকা বরগুনা জেলায় এতদিন জুলুমের রাজত্ব ছিল। ইসলামপ্রিয় বরগুনাকে ইসলামি আন্দোলনের কাজকে এগিয়ে নিতে হবে।

ফোরামের সহসভাপতি হাসান নোমান ফোরানের পক্ষ থেকে সরকারের কাছে ৭টি দাবি জানান। এগুলো হলো: বরগুনা জেলায় আগের মতো সংসদীয় ৩টি আসন করতে হবে, বরগুনাকে পর্যটন এলাকা ঘোষণা করে ব্যাপক কার্যকর উন্নয়ন করতে হবে, বরগুনা খাল খনন এবং দখলমুক্ত করে সচল রাখতে হবে, পাথরঘাটার মৎস অবতরণ কেন্দ্রের যথাযথ উন্নয়ন করতে হবে, জেলেদের জীবনমান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে, পাথরঘাটা খাল খনন করে মাছের ট্রলার চলাচলে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে এবং বরগুনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

ফোরামের সেক্রেটারি আব্দুল জলিল এবং সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত বরগুনা জেলার আমির মাওলানা মহিব্বুল্লাহ হারুন, শিবিরের বরগুনা জেলার সভাপতি সুমন আব্দুল্লাহ, বরগুনা সদর থানা জামায়াতের আমির মাওলানা নুরুল আমীন, আমতলী থানা আমির মাওলানা ইলিয়াস হোসাইন, সদর থানার নায়েবে আমির আ. জলিল, বরগুনা সদর থানা ফোরামের সভাপতি মাওলানা নুরুল্লাহ মাদানী, নরদান বিশ্ববিদ্যালয় খুলনার রেজিস্ট্রার ড. শাহ আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ার লায়ন ফারুকুর রহমান, তালতলী থানা ফোরামের সভাপতি আবু জাফর, আমতলী থানা ফোরামের সভাপতি মো. জামাল উদ্দিন, বামনা থানা ফোরামের সভাপতি নাসির উদ্দিন, পাথরঘাটা থানা ফোরানের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিন, বেতাগী থানা ফোরামের সভাপতি ড. মুহিব আহমেদ শাহিনসহ জেলার বিভিন্ন উপজেলার জামায়াত-শিবিরের নেতারা।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারের আগে আ.লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না: মান্না
নিক্সন চৌধুরীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরশাসক হিসেবে অবতীর্ণ হয়েছিল আ.লীগ: মঈন খান
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার