• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়: নুর

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ২৩:১৮
৫ আগস্টের আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে ফাটল ধরছে: নুর
ছবি: সংগৃহীত

৫ আগস্টের আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে এখন ফাটল ধরছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর লালবাগে জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা কামনা ও শহীদের স্মরণে দোয়া এবং ‘বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নুর বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই। ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা মিছিল করছে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি। ৫ আগস্টের পূর্বে দল-মত নির্বিশেষে মানুষের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে এখন ফাটল ধরছে। অভ্যুত্থানের শক্তিসমূহ এখন বিভক্ত।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, গণঅভ্যুত্থানকারী শক্তিসমূহের এই বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারে অভ্যুত্থানকারী শক্তিসমূহকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐক্যবদ্ধভাবে এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি
চিফ প্রসিকিউটরকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার
সবার প্রতি অনুরোধ জানিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী
যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নুর