• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাতিরঝিল থানার বিএনপি নেতা মামুন বহিষ্কার

আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ২০:১৭
বিএনপি
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) একই অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল খান, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মাজেদ এবং বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঞ্ছারামপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে: তারেক রহমান
পারিবারিক কলহের জেরে রাজধানীতে এক নারীর আত্মহত্যা
ইইউর ৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক