নতুন ইসিদের কথা কম বলে কাজ বেশি করতে হবে: আলাল
নতুন নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নতুন ইসিদের কথা কম বলে কাজ বেশি করতে হবে।
জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ নভেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
আলাল বলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে এরই মধ্যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। দেশবাসী কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।
বিএনপিই সংস্কারের জন্ম দিয়েছে দাবি করে তিনি বলেন, সংস্কারের আকৃতি বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কাজ শুরু করেছে, আশা করি তা দ্রুত শেষ হবে।
এ সময় বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ঢাকা সেনানিবাসের যে বাড়ি খালেদা জিয়ার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, ওই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দিতে হবে।
এ সময় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, প্রচার সম্পাদক সাদেক হোসেন সাদেক, শহীদ জিয়া পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অহিদুল আলম লিখন, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ওয়াহিদ হাসান শিপনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ/এস
মন্তব্য করুন