• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন: খসরু

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১৩:৫৯
খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে, তা গভীরভাবে পর্যালোচনা করতে হবে। সাবধান থাকতে হবে। যেসব ঘটনা ঘটছে, তা কাম্য নয়। যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন। তাদের দাবি-দাওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে। তাদের কোনো চালিকাশক্তি আছে বলে মনে করেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে গণফোরামের ৭ম কাউন্সিলে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। জাতি হিসেবে দেশকে যে স্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে, আমরা যেন সেখানে নিতে পারি। বিগত দিনে এমনটা ছিল না বলেই দৈত্য সৃষ্টি হয়েছিল। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নয় বলে জানান তিনি।

সংস্কার প্রসঙ্গে আমির খসরু বলেন, বহু আগেই আমরা সংস্কারের ৩১ দফা তুলে ধরেছি। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। সেই সরকার এই ৩১ দফা বাস্তবায়ন করবে। তাই বলছি, সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই। নির্বাচনী সংস্কার করে বাংলাদেশের মালিকানা দেশের মানুষকে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেন তিনি।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
বিএনপি ক্ষমতা এলে নৃগোষ্ঠীর জন্য আলাদা অধিদপ্তর হবে: প্রিন্স