• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আ.লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে: ডা. জাহিদ

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। মুক্তিযোদ্ধারা দেশে আইনের শাসন, মানবাধিকার এবং সত্যিকারের স্বাধীনতা দেখে যেতে পারেননি। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের অধিকার ফেরত দিতে পারলে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন হবে। তরুণদের দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন।

রোববার (১ ডিসেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক এ কারণেই আদালত সেগুলো খারিজ করে দিচ্ছেন।

তিনি বলেন, একুশ আগস্টের ঘটনায় তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। আদালত সেই মামলা খারিজ করে দিয়েছেন। এতে বোঝা যায়, আইন যখন নিজের গতিতে চলে, মানুষ তখন প্রকৃত সেবা পায়। একুশ আগস্টের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরাও চাই না। প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তারা হয়রানিমূলক মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল।

পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, মুক্তিযোদ্ধারা দেশে আইনের শাসন, মানবাধিকার এবং সত্যিকারের স্বাধীনতা দেখে যেতে পারেননি। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের অধিকার ফেরত দিতে পারলে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন হবে। তরুণদের দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন।

আওয়ামী লীগ গণমাধ্যমের টুটি চেপে ধরেছিল অভিযোগ করে ডা. জাহিদ বলেন, বিগত ১৫ বছরে গণতন্ত্র ও মানবাধিকার খর্ব করা হয়েছে। অগণিত টাকা পাচার করে মহাচোরের দল দেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে। আইনশৃঙ্খলা ও আইন-আদালতে প্রভাব বিস্তার করে অগণিত মানুষকে মামলা দিয়ে হয়রানি করেছে।

এ সময় অতিদ্রুত সময়ের মধ্যে সসম্মানে তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা করেন তিনি৷

ভোটের স্বাধীনতা ফিরিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করতে চান বলে জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতনের আগেও ৬০ হাজার কোটি টাকা ছাপায় আ.লীগ সরকার: প্রেস সচিব
বিএনপি বীরের দল: ডা. জাহিদ হোসেন
মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত
পাকিস্তান থেকে আসা জাহাজের ৩১৭ কনটেইনারে যা আছে