• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলায় নাগরিক কমিটির নিন্দা

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮
আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলায় নাগরিক কমিটির নিন্দা
ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা মানে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি এ দাবি করেন। এ ছাড়া ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা করেন হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি উগ্র সংগঠন।

এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদের আগরতলার যে সহকারী হাইকমিশন রয়েছে, সেটি আমাদের অংশ। সেখানে হামলা করা এবং কর্মকর্তাদের ওপর নিপীড়ন করা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।

তিনি বলেন, এ জন্য আমরা প্রতিবেশী দেশ, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনীতিবিদদের আহ্বান জানাব, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। যদি চর্চা করেন, হয়তোবা দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে গিয়েছিল, সেরকম একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে। আমরা তাদের শান্তি বজায় রাখার আহ্বান করব। যারা বাংলাদেশের অস্তিত্বের ওপর হুমকি দিচ্ছেন, আমরা তাদের নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

সীমান্ত হত্যার বিষয় উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ডও দেখতে চাই না। সেকারণে সরকারি প্রতিষ্ঠান দ্রুত উদ্যোগ নেবেন এবং শান্তিপূর্ণ উপায়ে ন্যায্য সমাধানে আসবেন বলে আহ্বান করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিনসহ নাগরিক কমিটির নেতারা।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, যুব অধিকার পরিষদের বিক্ষোভ
বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
হাইকমিশনে হামলা, যে চুক্তি লঙ্ঘন করল ভারত
ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি