• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পুলিশ প্রশাসন সংস্কারের প্রস্তাবনা জমা দিলো বিএনপি

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১০
বিএনপি
ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেনের কাছে সংস্কারবিষয়ক প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে এ প্রস্তাবনা জমা দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা জমা দেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে পুলিশ প্রশাসনিক সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয় তার প্রধান হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, রাষ্ট্র মেরামতে একটি পূর্ণাঙ্গ যুগোপযোগী সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি শক্তিশালী কমিটি গঠন করেছে বিএনপি। তা হলো- সংবিধান, নির্বাচন কমিশন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনবিষয়ক কমিটি।

সংবিধান সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে। পুলিশ সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে।

জনপ্রশাসন সংস্কার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে। বিচারবিভাগ সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে: ড. মাহাদী আমিন
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নির্বাচন যত বিলম্ব হচ্ছে, সংকট তত বাড়ছে: মির্জা ফখরুল
সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতির কুশপুত্তলিকা দাহ