• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে ভারত: দুলু

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১১
বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে ভারত: দুলু
ছবি: সংগৃহীত

ভারত ধীরে ধীরে বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে ভারত এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। নিজ দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, মালদ্বীপ-শ্রীলংকা ও বাংলাদেশসহ সব রাষ্ট্রকে অবহেলা করে ভারত নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে তারা বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, ভারত সরকার ভুলে গেছে—একটি দেশের সর্ম্পক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে ভারত সুসম্পর্ক নষ্ট করতে চায় জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে আছে। এ দেশে কখনও সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি জীবনহানির মতো ঘটনা ঘটে না।

তিনি বলেন, পতিত হাসিনা সরকার ও তার দোসরদের সব ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দলমত, ধর্ম-বর্ণের মানুষ একত্র হয়ে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
ভাসানীর প্রদর্শিত পথেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব: তারেক রহমান
টের পাবেন কত ধানে কত চাল, ভারতকে গয়েশ্বর
বিজয় দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ