• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও মুন্সিয়ানা চলবে না: গয়েশ্বর

আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:১০
ফাইল ছবি

ভারতকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও মুন্সিয়ানা চলবে না। তাদের ও আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুই দেশের জন্যই কল্যাণকর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি সবার সঙ্গেই বন্ধুত্ব চায় উল্লেখ করে এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনো দল বা ব্যক্তি নয়। আশাকরি, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশ বন্ধুত্ব স্থাপন করবে।

তিনি বলেন, এক ব্যক্তি চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যায় না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করা সম্ভব হবে।

এ সময় তার সঙ্গে সাবেক যুবদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগরতলা অভিমুখে চলছে বিএনপির তিন সংগঠনের লং মার্চ
বিএনপির ৩ সংগঠনের লং মার্চ যে রুটে
আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ আজ
নির্বাচনে জিতলে দেশে ন্যায়বিচার নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান