• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিকেলে যৌথসভা ডেকেছে বিএনপি

আরটিভি নিউজ

  ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ এক যৌথসভা আহ্বান করেছে। সব ঠিক থাকলে বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, এমন ধারণা ভুল: মির্জা ফখরুল
দেশে ফিরেছেন মির্জা ফখরুল
দেশের পথে মির্জা ফখরুল
ভাসানীর প্রদর্শিত পথেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব: তারেক রহমান