• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ

আরটিভি নিউজ

  ১২ ডিসেম্বর ২০২৪, ২০:২০
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে মতবিনিময় করেছি। তারা বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে আগামীতে এখানকার গণতন্ত্র, মানবাধিকার ও একটি সুষ্ঠু নির্বাচনসহ অন্যান্য ইস্যুতে মতবিনিময় হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে কীভাবে দেখতে চায় সে বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। আমরা তাদের আমাদের দলীয় অবস্থান জানিয়েছি। বিশেষ করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে স্বচ্ছতার কথা বলেছি। একই সঙ্গে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করা যায় কি না? প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠ‍ু নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রত্যাশার কথা জানিয়েছি।

বৈঠকে অংশগ্রহণ করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জনগণই করবে: গোলাম পরওয়ার
সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে: ডা. তাহের
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা যাবে না: হেফাজতে ইসলাম
শিগগিরই ঢাকায় অফিস খুলছে জাতিসংঘ মানবাধিকার কমিশন