ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

তাহের সম্পর্কে ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের

আরটিভি নিউজ

রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ১০:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‘আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পেছনে দৌড়াচ্ছেন’ শিরোনামে প্রচারিত ভিডিও’র এক জায়গায় ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ভারতের লবিং মেইনটেইন করেন’ বলে যে মন্তব্য করেছেন তা আদৌ সঠিক নয় বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয়,  প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানাচ্ছে জামায়াত। 

মতিউর রহমান আকন্দ বলেন, এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো— জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। জামায়াতে ইসলামীর সব কার্যক্রম প্রকাশ্য। শুধু ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নন, জামায়াতে ইসলামীর কোনও নেতাকর্মী অন্য কোনো দেশের লবিং মেইনটেইন করে চলেন না। জামায়াতের প্রত্যেক নেতাকর্মী দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হন। জামায়াতে ইসলামীর কোনও নেতা বা কর্মী দেশ বিদেশের কারোর সঙ্গে লবিং করে চলার কোনো সুযোগ নেই।
 
বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এ জাতীয় মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সব মহলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |