• ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১
logo

তাহের সম্পর্কে ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের

আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:৩৮
তাহের সম্পর্কে ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের
ছবি: সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‘আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পেছনে দৌড়াচ্ছেন’ শিরোনামে প্রচারিত ভিডিও’র এক জায়গায় ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ভারতের লবিং মেইনটেইন করেন’ বলে যে মন্তব্য করেছেন তা আদৌ সঠিক নয় বলে জানিয়েছে দলটি।

রোববার (১৫ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয়, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানাচ্ছে জামায়াত।

মতিউর রহমান আকন্দ বলেন, এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো— জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। জামায়াতে ইসলামীর সব কার্যক্রম প্রকাশ্য। শুধু ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নন, জামায়াতে ইসলামীর কোনও নেতাকর্মী অন্য কোনো দেশের লবিং মেইনটেইন করে চলেন না। জামায়াতের প্রত্যেক নেতাকর্মী দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হন। জামায়াতে ইসলামীর কোনও নেতা বা কর্মী দেশ বিদেশের কারোর সঙ্গে লবিং করে চলার কোনো সুযোগ নেই।

বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এ জাতীয় মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সব মহলের প্রতি আহ্বান জানান।

আরটিভি/কেএইচ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত সেক্রেটারি
ফের পুলিশের ওপর হামলা করল তাহেরী ভক্তরা
ইসলামি বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের