স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান
স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কেউ যাতে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ৩১-দফা রাষ্ট্র সংস্কার নিয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের আস্থা যদি আপনার প্রতি হয়, তাহলে আপনি হবেন জনগণের প্রতিনিধি। জনগণের সমর্থনের ভিত্তিতে যারা ক্ষমতায় আসবে, তারা দেশ পরিচালনা করবে। আমরা নিশিরাতের ভোটে বিশ্বাসী নয়। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। এ দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। মানুষ যাতে মুক্তভাবে ভোট দিতে পারেন, সেই আস্থা তৈরি করতে হবে।
তারেক রহমান আরও বলেন, আগামীর নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি জয় লাভ করবে। সেজন্য আমাদের কাজ করতে হবে। ৩১ দফা নিয়ে গ্রামে গ্রামে যেতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা ৩১ দফার মাধ্যমে কীভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করা যায় তা নিয়ে আলোচনা করছি। প্রান্তিকপর্যায়ের নারী-পুরুষ, সব শ্রেণি-পেশার মানুষের কাছেও আমাদের যেতে হবে। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে।
আরটিভি/এএ/এআর
মন্তব্য করুন