• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯
বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।

এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অসুস্থতার কারণে খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া তার গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা এখন পিছিয়ে গেছে।

এদিকে, গত ১৫ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর খালেদা জিয়া সাজামুক্ত হন। তিনি গত ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন। এরপর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের দিন সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রণে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচারবিরোধী সবার সম্মিলিত মতের প্রতিফলন বিএনপির ৩১ দফা: তারেক রহমান
দেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে বিএনপি: দুদু 
মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি