আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘যমুনা’ অভিমুখে গণপদযাত্রা: ইয়ামিন মোল্লা
জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে গণপদযাত্রা হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ‘আওয়ামী লীগের পুনর্বাসন ষড়যন্ত্র, তাদের অপতৎপরতা ও আন্দোলনকারীদের গুপ্ত হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ’ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।
নির্বাচন কমিশনের প্রধানকে উদ্দেশ করে বিন ইয়ামিন মোল্লা বলেন, এই গণঅভ্যুত্থান যারা করেছে, তাদের বিপ্লবের স্পিরিটকে বুঝতে হবে। আজ নির্বাচন কমিশনের প্রধান বললেন, নির্বাচনে আওয়ামী লীগের আসার পথে কোনও বাধা নেই। তিনি কী ভুলে গেছেন এই নতুন বাংলাদেশ আনতে ছাত্র সমাজের রক্তদানের কথা? তার এই কথায় আমরা খুবই মর্মাহত।
তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আমরা। যারা আন্দোলনের পক্ষের হয়েও ভোটবিহীন নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছে, তাদেরকেও আবার পরিশুদ্ধ হয়ে নির্বাচিত হয়ে আসতে হবে।
বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, আমরা নির্বাচন কমিশন সংস্কারের প্রথম প্রস্তাবনা হিসেবে দেখতে চাই যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আর নির্বাচনে অংশ নিতে পারবে না।
এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, জীবন দিয়ে এ দেশকে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে। এ দেশে ভারতের গোলামি, শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র আর চলবে না। যারা জীবনবাজি রেখে এ দেশকে নতুন করে স্বাধীন করেছে, তাদের বিরুদ্ধে কিলিং মিশনে নেমেছে স্বৈরাচারের দোসররা। তাদের এই অপতৎপরতা রুখতে সরকারের অবস্থান দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এসময় ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মশাল মিছিলও হয়।
আরটিভি/এসএইচএম/এআর
মন্তব্য করুন