• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

খেলাফত যুব মজলিসের সমাবেশ শুরু

আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪১
ছবি: সংগৃহীত

রাজধানীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে অনুসারীরা অংশ নিয়েছেন। সমাবেশ স্থল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সময়ে সংগঠনের নেতাদের প্রতি অবিচার, হয়রানি, জেল-জুলুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরছেন। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগকে উৎখাতের পেছনে সংগঠনের নেতাকর্মীদের অবদানের কথাও আলোচনা করছেন।

সবশেষ তথ্যানুযায়ী, বর্তমানে সমাবেশে আসা বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখছেন। পরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করে।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘১৬ বছর জামায়াত রাজনৈতিক সভা-সমাবেশ করতে পারেনি’
পাইকগাছায় জামায়াতের সমাবেশ ঘিরে প্রস্তুতি, চলছে প্রচার মিছিল
বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত
মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া