• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

ওয়াজ মাহফিলের আয়োজন করলে আ.লীগের গা জ্বলতো: রাশেদ খান

আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৩

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আগে যেখানেই আলেম-ওলামারা সমাবেশ করতো, ওয়াজ মাহফিলের আয়োজন করতো আওয়ামী লীগের গা জ্বলতো। আমরা দেখেছি কীভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন চালিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনও কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই, গণহত্যার পরে আওয়ামী লীগের কারও আর রাজনীতি করার অধিকার নেই। তাদের নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাদরাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল।

এ সময় ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান এ গণঅধিকার পরিষদ নেতা।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক হলো গণঅধিকার পরিষদের বিভক্ত দুই গ্রুপ 
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী দোসর আমলাদের কাছে জিম্মি: আবু হানিফ
অন্তর্বর্তী সরকারকে আরও ২ বছর সময় দিতে হবে: নুর
নব্য দখলদারদের পরিণতিও হাসিনার মতো হবে: আবু হানিফ