• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

জামায়াত শাসন ভার পেলে শাসক হবে না সেবক হবে: রফিকুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৫
মাওলানা রফিকুল ইসলাম খান
ছবি: আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত শাসন ভার পেলে শাসক হবে না জনগণের সেবক হবে। মেজরিটি মাইনোরিটি নয় বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার পাবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদকে মুক্ত করতে জুলাই-আগস্টের আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছেন। অতীতে শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় থাকার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা তা করতে চাই না। আমরা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে চাই। ন্যায় ও ইনসাফ পূর্ণ সমাজ কায়েম করতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ইসলামী শাসন ছাড়া ইনসাফ পূর্ণ সমাজ কায়েম হবে না শুধু ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু রাহাজানি, চাঁদাবাজি লুটপাট ও খুন বন্ধ হবে না।

তিনি বলেন, বিগত সরকারের তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ভোটের অধিকারকে হরণ করা হয়েছে। গণতন্ত্রকে ভুলন্ঠিত করা হয়েছে। এ দেশকে ভারতের করদরাজ্য পরিণত করা হয়েছে। গত ৫ আগস্ট পালিয়েও গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। ভারত থেকে শেখ হাসিনা ফিরে আসার উঁকি ঝুঁকিতে এ দেশীয় যারা নড়াচড়া করার চেষ্টা করছেন তাদের বলছি, নড়াচড়া করার চেষ্টা করেন না।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা এখনো ঘুমাইনি। দাঁত ভাঙ্গা জবাব দিতে সদা প্রস্তুত আছে। জুলাই-আগস্টে নিহত ও আহতদের পরিবারকে সাহায্য ও সহযোগিতা করার জন্য ইউনূস সরকারের প্রতি আহ্বান জানাই।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে এবং আল আমিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলম।

এর আগে সম্মেলনের প্রথমার্ধে সলঙ্গা থানা শ্রমিক কল্যানের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে আনিছুর রহমান সভাপতি ও আল আমিন মন্ডল সেক্রেটারি নির্বাচিত হয়।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
হেনরী ও তার স্বামী লাবুর বিরুদ্ধে দুদকে ২ মামলা