• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

প্রধান উপদেষ্টাকে নির্বাচন দিয়ে সসম্মানে ঘরে ফেরার পরামর্শ দুদুর

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
প্রধান উপদেষ্টাকে নির্বাচন দিয়ে সসম্মানে ঘরে ফেরার পরামর্শ দুদুর
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নির্বাচন দিয়ে সসম্মানে ঘরে ফেরার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ড. ইউনূসকে এ পরামর্শ দেন তিনি।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ইলেকশন দেন, এটা সহজ পথ; সসম্মানে ঘরে ফিরেন। ভয় পান কেন? আপনাকে যেমন ফুলের মালা দিয়ে বসিয়েছি, সেভাবেই বিদায় করতে চাই।

এরপর বিএনপিকে গরিব-মধ্যবিত্তের দল উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষা পূরণ করে শঙ্কা দূর করা। অথচ সচিবালয় এখনও আওয়ামী লীগের লোকদের দখলে। এ ছাড়া ভারতকেও ছোট করে দেখার কিছু নেই।

আরটিভি/এসএইচএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
‘সংসদীয় পদ্ধতিতে সব নির্বাচন এবং পৌরসভাগুলো বিলুপ্তির প্রস্তাব করা হবে’
অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাপ্তাহিক ছুটির দিনেও হওয়া যাবে ভোটার