• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

বিএনপির সাবেক এমপি এস এ খালেক আর নেই

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
এস এ খালেক
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এ খালেক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এস এ খালেক দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। শনিবার (৪ জানুয়ারি) রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল। রোববার তিনি হাসপাতালে মারা গেছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৈমূরের ভাই হত্যা: ২২ বছর পর খালাস সব আসামি
খালেদা জিয়ার লন্ডন যাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা বিএনপির
যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়