• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু

আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১০:২৭
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া কর্মসূচি শুরু হচ্ছে আজ।

সোমবার (৬ জানুয়ারি) থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত ছয় দিন সারা দেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া গণমাধ্যমকে বলেন, আজ ৬ জানুয়ারি থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে।

তিনি আরও বলেন, ঘোষণাপত্রে জনআকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশ করবে এবং সব শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে জনসংযোগ করবে।

এর আগে, শনিবার (৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ, নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহউদ্দিন সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতি ও তার ক্ষমতা নিয়ে নাগরিক কমিটির প্রস্তাবনা
নতুন দুই কমিটি গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
চাঁদাবাজির প্রতিবাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্যকে বিএনপি নেতার হুমকি
ফারুক হাসানের ওপর হামলা, জাতীয় নাগরিক কমিটির নিন্দা