• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ছাত্রশিবিরের নতুন প্রতিজ্ঞা

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১১:৪০
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ বছরের শুরুতে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানানো হয়।

এতে বলা হয়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে, সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি)

অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, করে সে অভিশপ্ত। (সুনানে তিরমিজি: ১৯৪১)

পোস্টে আরও বলা হয়, আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারো সঙ্গে খারাপ আচরণ করব না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।

সবশেষে প্রশ্ন রেখে বলা হয়, আপনি হয়েছেন তো?

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম
রোববার মেধাবীদের মুখোমুখি হচ্ছে ছাত্রশিবির
ছাত্রশিবিরের সায়েন্স ফেস্টের রেজিস্ট্রেশনের সময় শেষ বুধবার
শেষ হলো রক্তাক্ত জুলাই আন্দোলনের স্মৃতি সম্বলিত আলোকচিত্র প্রদর্শনী